যারা যারা টুম্পার মা সিরিজ ১ দেখোনি তারা প্রথমে টুম্পার মা সিরিজ ১ দেখে আসুন তার পর দ্বিতীয় সিরিজটি দেখবেন।
যখন টুম্পার মা ক্লাস ১০ এ পড়তো তখন অঙ্ক টিউশনে একটি ছেলে পড়তো, ছেলেটির নাম ছিল কিরণ। টুম্পার মা জানতো না যে ছেলেটি তাকে ভালোবাসে। ছেলেটি সবসময় তাকে টুম্পার মাকে দেখতো। আর একবার দেখা শুরু করলে আর যেনো থামে না চোখে চোখ লাগিয়ে শুধু দেখে আর দেখে। কিন্তূ প্রথম প্রথম টুম্পার মা ছেলেটিকে পাত্তা দিত না কিন্তু মনে মনে ছেলেটিকে ভালোবাসতো। কারণ ছেলেটির মন খুব ভালো ছিল। একদিন টুম্পার মার বান্ধবীর সাইকেল মাজ রাস্তায় লিগ হয়েছিল, তখন কিরণ নিজের সাইকেলে চড়ে এবং আর একহাতে টুম্পার মার বান্ধবীর সাইকেল নিয়ে প্রায় ৫ কিলোমিারেরও বেশি সাইকেল চালিয়ে সাইকেলের মেকার এর দোকান নিয়ে গিয়ে লীগ সরিয়ে দিয়েছিল। তখন থেকে টুম্পার মা কিরণ নামে ছেলেটিকে ভালোবাসতে শুরু করেছিল। দিনের পর দিন কেটে যায় কিন্তূ কিরণ নামে ছেলেটি টুম্পার মাকে তার নিজের ভালোবাসার কথা বলতে আর সাহস পায় না। সেই প্রতিদিন অঙ্ক টিউশন এ শুধু চোখে চোখে দেখা দেখি।একদিন কিরণ মনে করে এসেছে যে আজকে সে বলবেই তার মনের কথা তাই সে টিউশন শুরু হওয়ার প্রায় আধ ঘণ্টা আগে থেকেই আসে বসে ছিল, যখনই টুম্পার মা আসবে তখনই সে তার মনে কথাটা বলবে। তার বুদ্ধি মত সব হচ্ছিলো টুম্পার মা অঙ্ক টিউশন এ আসলো তার পর কিরণ বললো, "তুমি একটু বাইরে আসো তোমার সাথে একটু কথা আছে"। এই দিকে টুম্পার মা জানতো তার মনে আজকে তো মনে হয় বলবে, টুম্পার মা সেই অপেক্ষায় ছিল। তারপর টুম্পার মা যখনই বাইরে তখন কিরণ তোতলাতে তোতলাতে বললো- " আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছাড়া এক মুহূর্ত আমি থাকতে পারি না"। টুম্পার মা একটু মুচকি হাসি দিয়ে ঘরের ভিতরে চলে গেলো। টানা দুই বছর তাদের ভালোবাসা চলছিল ক্লাস ১০-১২ পর্যন্ত। ক্লাস ১২ পাশ করার পর তখন টুম্পার মার বয়স ১৮ বছর , টুম্পার মার বাবা বলে কি হবে মেয়েকে বাড়িত রেখে বিয়ে দিয়ে দেই, কিন্তূ টুম্পার মা মন থেকে কিছুতেই রাজি ছিল না বিয়েতে কিন্তু বাবার উপরে সে কিছু বলতে পরে না। তার পর বিয়ে ঠিক হয়ে যায় টুম্পার মার।
0 মন্তব্যসমূহ