টুম্পার মা সিরিজ ১

 



টুম্পার মা একটু অন্যরকম মহিলা,সারাদিন খালি বাড়ীতে সাজাসাজি করে কিন্তূ বাড়ি থেকে বের আর হয় না। আমার বাড়ি টুম্পার মার বাড়ির সামনে। টুম্পা তাদের একমাত্র মেয়ে। বিয়েতে টুম্পার মার মত ছিল না টুম্পার বাবার সঙ্গে কিন্তূ বাড়ির লোকের চাপে পড়ে টুম্পার মা বিয়ে করতে বাধ্য হয়ে পড়েছে, কারণ টুম্পার বাবা সরকারি চাকরি করে। টুম্পা বাবা সকাল ১০ টায় অফিসে বের হয় আর বিকেল ৫টায় বাড়ি ফেরে। বাড়ি থেকে ৫০ কিলোমিটার দুরে টুম্পার বাবার অফিস। ওই বিয়ে হয়েছে থেকে একদিন টুম্পার মাকে আমরা পাড়ার প্রতিবেশীরা বাইরের বের হতে দেখেনি। সারাদিন যেনো ওই ঘরের মধ্যে কি করে। রান্না করে , খায় আর সারাদিন সাজাসাজি করে । জানা যায় যে টুম্পার বাবা প্রায় বাড়ির সব কাজ করে বলে জানা না। টুম্পা মা শুধু রান্না করে। টুম্পার মা কিন্তু ফেসবুক , ইনস্টাগ্রাম সব ব্যাবহার করে। আমি একদিন ফ্রেন্ড রিকোয়েস্ট দিলাম ।টানা দুইদিন অপেক্ষা করার পর আমার মোবাইল নোটিফিকেশন আসলো ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট। আমিতো খুব খুশি । কারণ আমার জানার ছিল যে কেনো বৌদি বাড়ি থেকে বের হয় না কারণ টা কি। বৌদি বলতে টুম্পার মা। যেইদিন রাতে বৌদি ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করছিল সেই রাতে বৌদি পালিয়েছে বলে আমি আমার মায়ের কাছ থেকে জানতে পারলাম। মা বললো বাবু বাবু কাল মাঝরাতে পাশের বাড়ির টুম্পার মা পালিয়েছে পর পুরুষের সাথে। আমিতো অবাক!




টুম্পার মা সিরিজ -১

খুব শীগ্রই দ্বিতীয় পার্ট আসছে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ